গাঁদাল বা গন্ধভাদালি একটি লতা জাতীয় গাছ। আর পাঁচটি পাতা থেকে এই গন্ধভাদালি পাতা কে আলাদা করা যায় বাজে গন্ধ কারণে। এই গন্ধের জন্য গন্ধ ভাদালি পাতার অপর নাম " পুতি গন্ধা"।
গাঁদাল বা গন্ধ ভাদালি পাতার বহুগুণ উপকারিতা :
১) গাঁদাল পাতার রস ২ চামচ থেকে ৪ চামচ একটু গরম করে ৯ থেকে ১০ ফোঁটা মধু মিশিয়ে খেলে থোকা থোকা আম পড়া বন্ধ হয়। দিনে ১বার করে ৪ দিন খান।
২) অনেক সময় দেহের কোন অংশে পঙ্গু হয়ে যায় কিন্তু সেই অঙ্গের স্পর্শ শক্তি থাকে, এই ক্ষেত্রে গাঁদাল পাতা যদি খাওয়া যায় এবং সেই জায়গা নিয়মিত লাগানো যায় তবে দুই বছর বাদে সেই জায়গা আস্তে আস্তে ভালো হতে পারে।