পিরিয়ড মিস হওয়া মানেই গর্ভবতী হওয়া; এমনটা মনে করার কারণ নেই। আরও অনেক কারণেই পিরিয়ড মিস হতে পারে। নিয়মিত পিরিয়ডে ৫-৭ দিন ও অনিয়মিত পিরিয়ডে ৩৫-৪০ দিন অপেক্ষা করে পিরিয়ড টেস্ট করুন। সকালের ইউরিন দিয়ে বাসায় প্রেগন্যান্সি কীট টেস্ট করে দেখতে পারেন। কীট টেস্ট রেজাল্ট পজেটিভ হলে হাসপাতালে গিয়ে বিটা এইচসিজি টেস্ট করে নিশ্চিত হলে হবে।